ঢাকা : থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস বাছাই এবং ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য হিরো এশিয়া কাপে অংশ নিতে জাতীয় হকি দল বুধবার রাত ১১টায় ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে।
হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় দলকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি জাকি আহমেদ রিপন, মো. ইউছুপ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, কোষাধ্যক্ষ হাজী মো. হুমায়ুন ও সদস্য খাজা তাহের লতিফ মুন্না।
৬ থেকে ১৫ মে ব্যাংককে হবে এশিয়ান গেমস বাছাই টুর্নামেন্ট এবং ২৩ মে থেকে ১ জুন জাকার্তায় হবে হিরো এশিয়া কাপ।
থাইল্যান্ডে এশিয়ান গেমস বাছাইয়ে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। সেখানে অন্য তিন দল হচ্ছে-শ্রীলংকা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। ‘এ’ গ্রুপের দলগুলো হলো-ওমান, হংক, থাইলান্ড, উজবেকিস্তান ও কাজাখস্তান।
হিরো এশিয়া কাপ হকিতে বাংলাদেশ ‘বি’ গ্রুপে। লাল-সবুজদের প্রতিপক্ষ হচ্ছে-মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং ওমান। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, জাপান ও ইন্দোনেশিয়া।
এশিয়া কাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২৩ মে দক্ষিণ কোরিয়ার সঙ্গে। দ্বিতীয় ম্যাচ ২৪ মে ওমানের সঙ্গে এবং ২৬ মে শেষ ম্যাচের প্রতিপক্ষ মালয়েশিয়া।