300X70
বুধবার , ২ মার্চ ২০২২ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানচাপায় ৪ অটোরিকশা যাত্রী নিহত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ২, ২০২২ ১২:০৬ অপরাহ্ণ

সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ফরিদ মিয়া (৪২), মোর্শেদা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২) এবং খাটিঙ্গা গ্রামের হোসনে আরা খাতুন (৪৮)।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শাহজালাল জানান, সকালে কভার্ডভ্যানটি মালামাল নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল আর অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসছিল। পথে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুদু ও মোর্শেদা নিহত হন।

আহত অপর দুজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হোসনে আরাকে মৃত ঘোষণা করেন। আর পরিস্থিতি গুরুতর হওয়ায় ফরিদকে ঢাকায় স্থানান্তর করা হয়। কিন্তু পথেই তিনি মারা যান।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর কভার্ডভ্যান ফেলে চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :