300X70
বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি ২০২১ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

‘ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের বিরুদ্ধে আমাদেরর জিরু টলারেন্স’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১১, ২০২১ ৬:৩১ অপরাহ্ণ

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ
ব্রাহ্মণবাড়িয়ায় ৫৫,৮৫,৪১,৫৯৭ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ বলেন, মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়, দেশের যুব সমাজকে পঙ্গু করে ফেলে। যারাই মাদকের সাথে জড়িত প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদেরর জিরু টলারেন্স।

তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্ত্বরে বিভিন্ন মামলার অতিরিক্ত আলামত ধ্বংসকালে সাংবাদিকদের সাথে এ কথা বলেন।

তিনি আরও বলেন, জব্দকৃত মাদকদ্রব্য থেকে যতটুকু মাদক মামলার আলামত হিসেবে রাখা দরকার তা রেখে বাকি সব কাছাকাছি সময়ে ধ্বংস করার প্রক্রিয়াটিকে আমরা আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবে গ্রহণ করেছি। ফলে বর্তমানে মালখানাগুলোতে বছরের পর বছর ধরে আর মাদক পরে থাকেনা। নিয়মিত দাপ্তরিক কাজের অংশ হিসেবে মাদক ধ্বংসের এ প্রক্রিয়া অব্যাহত অছে।

তিনি গতকাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চত্ত¡রে নির্মিত নিজস্ব চুল্লিতে অগ্নি সংযোগ করে ৪,৬০,০০০ টাকা মূল্যের ৪৬০ কেজি গাঁজা, ৩,২৯,০০০ টাকা মূল্যের ৬৫৮ বোতল ফেন্সিডিল এবং ৭৫,০০০ টাকা মূল্যের ২৫০ পিচ ইয়াবা ধ্বংস করা কাজ সূচনা করেন।

গত বছর ২৫০৪ টি মামলার ৫৫,৮৫,৪১,৫৯৭.০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে বলে তিনি জানান।

মাদক ধ্বংসকালে তার সাথে ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকী আল ফারাবী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হোসোইন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান রকি।

অন্যান্যদের মাঝে ছিলেন কোর্ট পুলিশ পরিদর্শক কাজী মোঃ দিদারুল আলম, কোর্ট পুলিশ পরিদর্শক-২ নাজির আহমেদ, স্বদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার শেখ মোঃ শহিদুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির সুমন ময় চৌধুরী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ডেসপাস সহকারী মোঃ জসিম উদ্দিন এবং ব্রাহ্মণবাড়িয়া সদর কোর্টের মালখানা অফিসার সিএসআই মোঃ অহিদুর রহমান।

উল্লেখ্য সার্বক্ষণিক কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মাদক ধ্বংসের কাজ সম্পন্ন করা হয়। মাদক ধ্বংস কালে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :