নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কর্মজীবীদের রেমিট্যান্স সারে দেশে পৌছে দিতে পাঁচটি নতুন এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে ব্যাংকটি তার দেশ জুড়ে থাকা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে আরও সহজে রেমিট্যান্স সেবা প্রদানে সক্ষম হবে।
নতুন এই রেমিট্যান্স প্রতিষ্ঠানগুলো হলো, কেএল রেমিট এক্সচেঞ্জ এসডিএন বিএইচডি (মালয়শিয়া), সিবিএল মানি ট্রান্সফার (মালয়শিয়া), ক্রাউন এজেন্টস ব্যাংক (ইউকে), হামদান এক্সচেঞ্জ এলএলসি (ওমান) এবং গ্লোবাল মানি এক্সচেঞ্জ কম্পানি (ওমান)। এর আগে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন নেয়ার কাজও সম্পন্ন করে ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং, মাহীয়ুল ইসলাম বলেন, “প্রবাসী কর্মজীবীদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতির অত্যন্ত গুরুত্বপ‚র্ণ অংশ এবং দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে এর অবদান অনেক। দেশের রেমিট্যান্স ইকোসিস্টেম এর সমৃদ্ধিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিশ্বাস, নতুন এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমাদের প্রবাসীরা স্বাচ্ছন্দ্যে এবং সুবিধা অনুযায়ী তাদের রেমিট্যান্স পাঠাতে সক্ষম হবেন।”
এখানে একটা বিষয় উলেখ্য যে, ব্র্যাক ব্যাংকের প্রাতিষ্ঠানিক লক্ষ্যের একটি গুরূত্বপ‚র্ণ অংশ হলো কৌশলগত সম্পর্কের ভিত্তিতে গ্রাহকদের কাছে অত্যাধুনিক সেবা পৌছে দেয়া। এ লক্ষ্যে ব্যাংকটি বর্তমানে স্বয়ংক্রিয় ও রিয়েল-টাইম রেমিট্যান্সের ব্যবস্থা নিশ্চিত করতে নতুন প্রতিষ্ঠানগুলির সাথে তাদের এপিআই একত্রীকরণের কাজ করছে।
এছাড়াও ব্যাংকের ডিজিটাল রূপান্তরের অংশ হিসাবে ব্র্যাক ব্যাংক সম্প্রতি ‘রিপল’-নামক একটি প্রতিষ্ঠানেরে সাথে অংশীদারিত্ব চুক্তি করেছে।
‘রিপল’ বিশ্বের ৩৫০টিরও অধিক আর্থিক প্রতিষ্ঠানের একটি বৈশ্বিক নেটওয়ার্ক যার সদস্যরা প্লাগ-অ্যান্ড-প্লে-এর মাধ্যমে একে অপরের সাথে স্বয়ংক্রিয়ভাবে অর্থ লেনদেনে সক্ষম। এর ফলে সদস্যদের মধ্যে এপিআই একত্রীকরণের জন্য অর্থ ও সময় ব্যয় না করে নিপুণভাবে লেনদেন সম্ভব হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আর্থিক লেনদেনের জন্য ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে ‘রিপল’।
মাহীয়ুল আরও বলেন, “গ্রাহকের সুবিধা প্রাধান্য দিয়ে ব্র্যাক ব্যাংক দেশের বাইরে থাকা কর্মজীবীদের বিশ্বের যে কোন জায়গা থেকে অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছে। ‘আস্থা’ মোবাইল ব্যাংকিং অ্যাপের সাহায্যে প্রবাসে বসেই তারা তাদের ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন।”
তিনি বলেন, “এতে করে দেশে তাদের আয়ের পুরোটা না পাঠিয়ে প্রবাসীরা একটি অংশ নিজের অ্যাকাউন্টে সঞ্চয় রাখতে পারবেন।”
প্রবাসী গ্রাহকদের বিনিয়োগ ও সঞ্চয়ের জন্য ব্র্যাক ব্যাংকের বিশেষভাবে প্রোডাক্টও রয়েছে। এছাড়া সরকারী বন্ড এবং সঞ্চয়পত্র সংক্রান্ত সেবাও তাদের দেয়া হয়। প্রবাসী কর্জীবীদের মধ্যে সঞ্চয়ী মনোভাব তৈরির মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নে সহায়তা করে ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংক লিমিটেড সম্পর্কে:
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যšত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অজনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়।
১৮৭টি শাখা, ৩৭৪ টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। গত চার বছরে ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে।
এগার লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২০ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।