আনন্দ ঘর ডেস্ক : বলিউড অভিনেতা পুলকিত সম্রাট। অভিনেত্রী কৃতি খারবান্দার সঙ্গে তার প্রেমের বিষয়টি বলিপাড়ায় ওপেন সিক্রেট।
এদিকে বিশ্ব ভালোবাসা দিবসেও প্রেমিকার কাছে থাকতে পারছেন না পুলকিত। বিশেষ এই দিনটি কাজের ব্যস্ততায় কাটবে তার। তবে ভার্চুয়ালি প্রেমিকার সঙ্গে থাকার পরিকল্পনা করেছেন এই অভিনেতা।
পুলকিত সম্রাট বলেন, ‘আমি বর্তমানে ইসাবেলার (অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বোন) সঙ্গে সুস্বাগতম খোশামদেদ সিনেমার শুটিং করছি। তবে আমার প্রেমিকার সঙ্গে ভার্চুয়াল ডেট করব।’
প্রেমিকার জন্য কোন গানটি গাইতে চান প্রশ্ন করা হলে এই অভিনেতা বলেন, ‘বাদশার অ্যায় লাড়কি পাগল হ্যায়।’
করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মানা ও লকডাউন থাকায় অনেক কিছুই এখন ভার্চুয়ালি করা হয়। তথ্য প্রযুক্তির এই যুগে লং ডিসটেন্স রিলেশনশিপের ক্ষেত্রে ভার্চুয়াল ডেটিংয়ের বিষয়টি জনপ্রিয় হয়ে উঠেছে।
কৃতিকে বিয়ের পরিকল্পনা নিয়ে পুলকিত বলেন, ‘বর্তমানে আমরা দুজনই কাজে মনোযোগ দিচ্ছি। আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। এখন শুধু কাজ।’
এর আগে পুলকিতের সঙ্গে সম্পর্কের বিষয়টি স্বীকার করে এক সাক্ষাৎকারে কৃতি বলেন, ‘আমরা প্রেম করছি। প্রথমে আমার মা-বাবাকে বিষয়টি জানাতে চেয়েছি। আমার মতে, নির্দিষ্ট সময় রয়েছে যখন এই বিষয় নিয়ে কথা বলতে স্বস্তিবোধ করবেন। কখনো পাঁচ মাস, আবার পাঁচ বছরও লাগে। আমাদের ক্ষেত্রে পাঁচ মাস লেগেছে। আমি খুব খুশি। পুলকিতের সঙ্গে প্রেমের বিষয়টি স্বীকার করতে কোনো অসুবিধা নেই।’