300X70
শনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ভূমিকম্পের ২৭৮ ঘণ্টা পর তুরস্কে একজনকে জীবিত উদ্ধারের দাবি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৮:৫৬ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পের ১২ দিনের কাছাকাছি সময়ে তুরস্কের উদ্ধারকারীরা এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন। শুক্রবার ৪৫ বছর বয়সী হাকান ইয়াসিনগলুকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলা হয়।

তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের ২৭৮ ঘণ্টা পর জীবিত উদ্ধারের এই ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্ধারের ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা সতর্কভাবে উদ্ধারকৃত ব্যক্তিকে একটি স্ট্রেচারে নিয়ে যাচ্ছেন। স্ট্রেচারের সঙ্গে তাকে শক্তকরে বাঁধা হয়, যাতে ঢলে না পড়েন। ওই ব্যক্তিকে সোনালি রঙয়ের একটি কম্বলে মুড়িয়ে নেওয়া হয়। খবরে জানানো হয়, অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এদিকে বিধ্বংসী ভূমিকম্পে শুধু তুরস্কে নিহত দাঁড়িয়েছে ৪০ হাজার, আর সিরিয়ায় ৬ হাজার। জাতিসংঘ সিরিয়ার জন্য ৪০ কোটি ডলার সহায়তা আহ্বানের দুইদিন পর তুরস্কের জন্য ১০০ কোটি ডলার সহায়তার আবেদন জানিয়েছে।

জাতিসংঘের ত্রাণসহায়তা প্রধান মার্টিন গ্রিফিথস গত সপ্তাহে তুরস্ক সফর করেন। বৃহস্পতিবার তিনি বলেন, ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার মানুষ অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। তাদের এই চরম দুঃসময়ে সবাইকে অবশ্যই ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে হবে। তারা যেন প্রয়োজনীয় সহায়তা পান, তা নিশ্চিত করতে হবে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :