প্রতিনিধি, ভৈরব : করোনার বুষ্টার ডোজের ক্যাম্পেইনে ভৈরবে ১৮ হাজার বুষ্টার ডোজ টিকা প্রদান করা হয়েছে । আজ মঙ্গলবার সকাল থেকে ৭টি ইউনিয়নে ৩১ টি ক্যাম্পেইন ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৬টি ক্যাম্পেইনসহ ৩৭ টি ক্যাম্পেইনের মাধ্যমে বুষ্টার টিকা প্রদান করা হয়েছে।
বর্তমানে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারনে আবারো সনাক্ত ও মৃত্যুর ঝুকিঁ বাড়তে শুরু করেছে। তাই বুষ্টার ডোজের পাশাপাশি ১৮ বছরের উর্ধ্বে সব বয়সীদেরকে ১ম ডোজ এবং যারা ১ম ডোজ করোনার টিকা নিয়েছেন তাদেরকে ২য় ডোজ টিকা ও এসব ক্যাম্পেইনের মাধ্যমে প্রদান করা হচ্ছে।
ভৈরব উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি আরো জানান, ৩৭টি ক্যাম্পেইনে ৭২ জন টিকা কর্মী এবং ১০৮ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে এ বুষ্টার ডোজ এবং করোনার ১ম ও ২য় ডোজ টিকা প্রদান করা হচ্ছে ।