পারভেজ ভোলা প্রতিনিধি: মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত রিকশাচালক মোহাম্মদ ছালেমের আকুতি। ছালেম মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চাই।
ভোলা সদর উপজেলা ৬ নং ধনিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ছোট আলগী, দরবেশ আলী বেপারী বাড়ির, মৃত শামসুল হকের ছেলে, রিকশাচালক মোহাম্মদ ছালেম ( ৬০) দীর্ঘ ৩ বছর যাবত মরণব্যাধি ক্যান্সারে ভুগছে। অসহায় সহায় সম্বলহীন রিকশাচালক মুহাম্মদ ছালেম তিন সন্তানের জনক, মোহাম্মদ ছালেমের চিকিৎসা খরচ তো দূরের কথা পরিবারের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দিতেই হিমশিম। গ্রামে ধারদেনা করে চলছে তার বর্তমান জীবন। রিকশাচালক মোহাম্মদ ছালেমের ঘরে কান্নার রোল এ যেন দেখার কেউ নেই। গ্রাম থেকে ধার দেনা করে কতদিন ঔষধ কিনবে, গ্রামবাসী এখন ধার দেওয়া বন্ধ করে দিয়েছে, কারন সে কিভাবে ধারদেনা পরিশোধ করবে। রিকশাচালক মুহাম্মদ ছালেম কথা বলতে পারে না, কথা বললে গলায় বসানো পাইপ দিয়ে রক্ত পড়তে শুরু করে। মহম্মদ ছালেমের স্ত্রী নুরভানু, বলেন টাকার অভাবে আমার স্বামীর চিকিৎসা করাতে পারি না। অন্যদিকে সংসার চলছে না। টাকার অভাবে ঔষধ কিনতে পারি না প্রতিদিন ৪৫০ টাকার ওষুধ কিনতে হয় একদিন ঔষধ বন্ধ করে দিলে গলায় বসানো পাইপ দিয়ে রক্ত পড়তে শুরু করে, এখন আমি ওষুধ কিনবো নাকি সংসার চালানোর জন্য চাউল কিনব। এলাকাবাসী জানান, রিকশাচালক মোহাম্মদ ছালেম দীর্ঘদিন যাবৎ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত, আমরা কয়েকজন মিলে এলাকার থেকে অল্প কিছু টাকা উঠিয়েদেই সেই টাকা দিয়ে রিকশাচালক সালেমের কোন রকমে ঔষধ কিনে। মোহাম্মদ ছালেমের স্ত্রী নুরবানু কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী তিন বছর যাবত ক্যান্সারে আক্রান্ত প্রতিদিন ৪৫০ টাকা ঔষধ কিনতে হয় এখন ঔষধ তো দূরের কথা দুবেলা দুমুঠো ভাত খেতে পারছিনা স্বামীর চিকিৎসা কিভাবে করাবো। তাই সমাজের বিত্তবানদের কাছে আমার আকুল আবেদন, ক্যান্সার আক্রান্ত আমার স্বামীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। জরুরী প্রয়োজনে বা আথিক সহযোগীতার জন্য বিকাশ ব্যক্তিগত ০১৭৪০-৬৬৫৪৮০ । মোহাম্মদ ছালেম বলেন, ভোলাসহ বিত্তবানরা এগিয়েআসলে আমার অসহায় পরিবারটি নতুন করে বাচাঁর প্রেরণা পাবে। নয় তো একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। সকলের কাছে তিনি সাহায্য সহযোগীতা কামনা করেছে।