নিজস্ব প্রতিবেদক: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি মংলা ইপিজেডে উপ-শাখা উদ্বোধন করেছে। বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন (বেপজা)-এর চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এক ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত থেকে উপ-শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে মংলা ইপিজেডের জেনারেল ম্যানেজার মাহবুব আহমেদ সিদ্দিক এবং এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, ডিভিশনাল হেড, ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন মো. আনিসুর রহমান, খুলনা শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম এবং হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট আজম খান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।