নিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণ মন্ত্রণালয় মাদার অব হিউম্যানিটি পদক নীতিমালা ২০১৮’ অনুযায়ী ‘ মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক(২০২০-২০২১)’ প্রদানের জন্য মনোনয়ন আহবান করেছে।
নীতিমালার অনুচ্ছে ১১.১ (সংশোধিত) অনুযায়ী ০৫ জুলাই, ২০২১ হতে মনোনয়ন আহবান; ৩১ জুলাই, ২০২১ পর্যন্ত জেলা কমিটিতে আবেদন গ্রহণ; ১৭ আগস্ট, ২০২১ জেলা কমিটিতে মনোনয়ন চূড়ান্তকরণ; ৩১ আগস্ট, ২০২১ এর মধ্যে জেলা কমিটি কর্তৃক মন্ত্রণালয়ে মনোনয়ন সুপারিশ প্রেরণ; ২০ আগস্ট, ২০২১ এর মধ্যে মন্ত্রণালয়/ বিভাগ হতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ; ১৫ অক্টোবর, ২০২১ তারিখে জাতীয় কমিটি কর্তৃক মনোনয়ন চূড়ান্তকরন; ৩১ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে জাতীয় কমিটি কর্তৃক চূড়ান্ত মনোনয়ন মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ; ০২ জানুয়ারি, ২০২২ তারিখে নীতিমালা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মনোনয়ন অনুমোদনক্রমে পুরস্কার প্রদান করা হবে।
‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক (২০২০-২০২১)’ এর মনোনয়ন ছক এবং নীতিমালা (সংশোধনীসহ) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.msw.gov.bd) , সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইট (www.dss.gov.bd) এবং সকল জেলা সমাজসেবা কার্যালয়ে পাওয়া যাবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে অবস্থিত জেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন দাখিল করতে হবে।
মন্ত্রণালয়/ বিভাগ পর্যায়ের মনোনয়নের ক্ষেত্রে সরাসরি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।