আলকামা সিকদার, মধুপুর(টাঙ্গাইল) : টাংগাইলের মধুপুরে বিদ্যুতের শকে ওমর ফারুক আদর (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
জানাযায়, বুধবার (১২ জুলাই) দিবাগত রাত ১২টার সময় ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে মাইলেজ ইনডিকেটর বোর্ডের উপরে তৎসংলগ্ন বিদ্যুৎ লাইনের দূর্ঘটনা ঘটে।
ওমর ফারুক আদর মধুপুর উপজেলার পশ্চিম আদালতপাড়ার মৃত আব্দুল গফুর মিস্ত্রির
তৃতীয় ছেলে।
ওমর ফারুক আদর দীর্ঘদিন যাবৎ মস্তিষ্ক বিকৃত হয়ে মধুপুর শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো।
আদরের বড়ভাই রাকিব জানায়, বুধবার রাত আনুমানিক ১২টার দিকে মধুপুর হাসপাতালের কাছে মাইলেজ ইনডিকেটরের খুঁটি বেয়ে উপরে উঠে।
খুঁটির সামান্য উপর দিয়ে ১১০০কেবি ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনে স্পর্শ করার সাথে সাথে এ দূর্ঘটনা ঘটে।
বিদ্যুতের প্রচন্ড শকে সে নিচে পাকা রাস্তায় ছিটকে পড়ার সাথে সাথে ঘটনা স্থলেই তার মৃত্যু হয় । নিহতের সারা শরীর ঝলসে যায়।
এ দূর্ঘটনার সংবাদ পেয়ে মধুপুর থানা পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ থানায় নিয়ে আসে।
নিহতের তিন ভাইকে থানায় ডেকে এনে লাশের পর্যবেক্ষণ পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু নিশ্চিত হয়ে ভাইদের ইচ্ছার প্রেক্ষিতে তাদের কাছে লাশ হস্তান্তর করে।