বিনোদন ডেস্কঃ ঐন্দ্রিলা শর্মা এবং সব্যসাচী চৌধুরীর সম্পর্কটা এখনও যেন আশার পথ দেখায় অনেক মন ভাঙা তরুণ-তরুণীকে। যেভাবে প্রেমিকাকে আগলে রেখেছিলেন সব্যসাচী, তা আজও ভুলতে পারেননি কেউ। আর ঐন্দ্রিলা ২৫ হওয়ার আগেই দেখিয়ে গিয়েছেন কীভাবে লড়তে হয় জীবনের সবচেয়ে কঠিন লড়াই। ২০২২ সালের ২০ নভেম্বর সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছে সেই সদাহাস্য মেয়েটা।
বৃহস্পতিবার কলকাতার টেলি অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চ থেকে মরণোত্তর সম্মান দেওয়া হয় ঐন্দ্রিলাকে। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন প্রয়াত অভিনেত্রীর মা ও বাবা। একই মঞ্চ থেকে পুরস্কৃত করা হল সব্যসাচীকেও। রামপ্রসাদ ধারাবাহিকের জন্য পেলেন ‘অনুপ্রেরণা মূলক চরিত্র’-এর সম্মান।
ঐন্দ্রিলার মৃত্যুর পর নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরিয়ে নিয়েছেন সব্যসাচী। কাজে মন দিয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন না একেবারেই। তবে এদিন কথা বললেন ভালোবাসার মানুষটার সম্পর্কে।
সব্যসাচী জানালেন, ‘২৫ বছর হওয়ার আগেই চলে গেল। সেই সময়ের মধ্যেও যে কাজ করেছে তাতে মানুষ ওকে মনে রেখেছে। এটাই বড় প্রাপ্তি। আজ ওর মা-বাবা এসেছেন। তাঁদের জন্য এই মুহূর্তটা যতটা গর্বের, ঠিক ততটাই কষ্টের।