300X70
বৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মসজিদ থেকে বেরিয়ে হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৬, ২০২৩ ৯:২৭ পূর্বাহ্ণ

সংবাদদাতা, চট্টগ্রাম:  চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মসজিদ থেকে বেরিয়ে বন্য হাতির আক্রমণে ছাবের আহমেদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছাবের আহমেদ বারখাইন ইউনিয়নের হাজীগাও গ্রামের মৃত আতর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাবের আহমেদ বুধবার রাতে স্থানীয় জরিপ খাঁন মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। মসজিদ থেকে বের হওয়া মাত্রই তিনি হাতির সামনে পড়েন। এ সময় হাতিটি ছাবের আহমেদকে শুঁড় দিয়ে ওপরে তুলে আছাড় দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, বেশ কিছুদিন ধরে আনোয়ারার বেলচুড়া, হাজিগাঁও, বৈরাগ, বটতলী এলাকা এবং কর্ণফুলী উপজেলার বড়উঠান ও কেইপিজেড এলাকায় তিনটি হাতি ঘুরে বেড়াচ্ছে।

বারখাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী (শাকিল) বলেন, ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন জানান, নিহত হওয়ার বিষয়টি তিনি বন বিভাগকে জানিয়েছেন। এছাড়া বিষয়টি বন বিভাগকেও জানানো হয়েছে।

 

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :