মহেশপুর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নিবেদিত কর্মী ১৯৭০-৭১ সালে মহেশপুর থানা আওয়ামী লীগ কে সংগঠক, বীরমুক্তিযোদ্ধা ও মহেশপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন মল্লিকের করব জিয়ারত করেছেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ।
সোমবার (২২ জুন) সকাল যশোর জেলার চৌগাছা উপজেলার বাদেখাঁনপুর গ্রামে তার কবরস্থানে মহেশপুর ও চৌগাছা উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে নিয়ে কবর জিয়ারত করেন তিনি।
জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের নেতা নারায়নপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, মরহুম আবুল হোসেন মল্লিকের জামাতা মোঃ এমদাদুল হক, মহেশপুর আ’লীগের নেতা আব্দুল মান্নান, রোকনুজ্জামান মিঠু, ডিটল চৌধুরী, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সেলিম, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, আজমপুর ১ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিজানুর রহমান মিজা, কামরুজ্জামান তোতা,যুবলীগ নেতা আবু তাহের কালু, চৌগাছা উপজেলার আওয়ামীলীগ নেতা আমিন উদ্দিন,বাবুল আক্তার, নিজানুর রহমান, আশাদুল ইসলাম, ভদু রহমান, আব্দুল আলিম, সাইফুল ইসলাম প্রমুখ।