মহেশপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইনশৃক্সখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে তার কার্যলয়ে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী, কৃষি কর্মকর্তা হাসান আলী, পিআইও অফিসার মেহেরুন নেছা, মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসলামইল হোসেন,৫৮বিজিবির মাটিলা বিওপির কমান্ডার হাবিবুর রহমান, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সেলিম, প্রেসক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাবর আলী বাবু, ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী লুথান, আমিনুর রহমান, গোলাম হায়দার নান্টু, মিজানুর রহমান, সালাউদ্দীন প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মহেশপুর উপজেলার আইনশৃক্সখলা, চোরচালান প্রতিরোধ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে বক্তারা বক্তব্য রাখেন। সভাপতি আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরকে এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান।