জাহিদুল ইসলাম মহেশপুর : শনিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুরে জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য আনিচুর রহমান টিপুর মাতা মরহুমা আনোয়ারা বেগমের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বাথানগাছী গ্রামে নিজ বাড়িতে শনিবার (১২ আগষ্ট) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পবিত্র কোরআন খানি খতম শেষে মরহুমার বিদ্রেহী আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে আরবী শিক্ষা নেয়া ছোট ছোট ছেলে-মেয়েসহ গরীবদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি,বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার,ঝিনাইদহ জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম,মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওহিদুজ্জামান খোকন,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইয়াকুব আলী প্রমুখ। এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেত্রী বৃন্দ।
দোয়া মাহফিলে আনিছুর রহমান টিপু মা মরহুমা আনোয়ারা বেগম ও তার পরিবারের সকলের জন্য দোয়া কামনা করেন।