মহেশপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমান মাদক দ্রব্য আটক করেছে ৫৮ বিজিবি। জানাগেছে সোমবার সন্ধায় ৫৮ বিজিবি অধিনস্ত যাদবপুর বিওপির হাবিলদার আব্দুর রহমানের নেতৃত্বে টহল দল উপজেলার গোপালপুর গ্রামের মাঠের মধ্যে হতে ১৩ কেজি ভারতীয় গাজা ও ১৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।
মাদককারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায় জানাগেছে। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।