300X70
বৃহস্পতিবার , ৭ জানুয়ারি ২০২১ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মহেশপুরে ৬৪ ভূমিহীন পরিবারকে খাস জমি প্রদান

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ৭, ২০২১ ১১:৫৭ অপরাহ্ণ

মহেশপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৫টি ইউনিয়নের ৬৪ভূমিহীন পরিবারকে খাস জমি রেজিষ্ট্রি করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে ৬৪পরিবারের প্রধানদের ডেকে উপজেলা সাবরেজিষ্ট্রি অফিসে তাদের নামে দলিল করে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীল, সহকারী কমিশনার (ভূমি) কাজী আনিসুল ইসলাম, সাবরেজিষ্ট্রার সঞ্জয় কুমার আচার্য ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন নেছা।
উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীল জানান, এর আগে এই ভূমি হীন পরিবার গুলো রাস্তার ধারে বা অন্য ব্যক্তির জমিতে বসবাস করতো। তাদের জমি ক্রয় করার মত সম্পদ নেই। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার তাদের কে সরকারী খাস জমি ও একটি করে ঘর উপহার দিচ্ছে।

আজ ফতেপুর , আজমপুর, পান্তাপাড়া, শ্যামকুড় ও মান্দারবাড়ীয়া ইউনিয়নের ৬৪ পরিবারের নামে সরকারী খাস জমি রেজিষ্ট্রি করে দেওয়া হলো। তাদের জমিতে একটি পরিবার থাকার মত ঘর তৈরির কাজ চলমান।
খাস জমি পাওয়া আজমপুর ইউনিয়নের আদমপুর গ্রামের শেফালি বেগম বলেন, স্বামী-স্ত্রী ও আমার ২ মেয়ে নিয়ে অন্যের জমিতে বসবাস করতাম। আজ আমাদের একটুকরাে জমি দেওয়া হলো এবং তাতে একটি ঘরও তৈরি করে দেওয়া হবে এতে আমি ও আমার পরিবার খুব খুশি। ধন্যবাদ জানাই মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসানকে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :