মাগুরা প্রতিনিধি : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ মাগুরা শাখায় “সার্বজনীন কল্যানে মাহে রমজান” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকালে শাখা প্রধান মোঃ ইফতেখার হোসেন আল মামুনের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন ইভিপি ও যশোর জোন প্রধান মোঃ শফিউল আজম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ এর বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ মোহাম্মদ অলি উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও লাঙ্গলবাঁধ শাখা প্রধান সেলিম চৌধুরী।
মাগুরা শাখার অধীনে পরিচালিত এজেন্ট আউটলেটের সত্ত্বাধিকারীগণ, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকগণ, সরকারি বেসরকারি স্কুল কলেজের প্রতিষ্ঠান প্রধানগণ ও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক, বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নতুন বাজার উপশাখার ইনচার্জ ডঃ এবিএম আব্দুল্লাহ এবং সঞ্চালনা করেন ব্যাংকের ম্যানেজার আপারেশন্স জনাব মোঃ খায়রুল আবেদীন।