300X70
রবিবার , ৯ মে ২০২১ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মাদকবিরোধী সমাজ গঠনে সাংবাদিকদের অংশগ্রহণ বৃদ্ধিকরণ বিষয়ক গোলটেবিল সভা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৯, ২০২১ ৯:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স (শূন্য সহিষ্ণুতা) নীতি ঘোষণা করেছেন। সরকারের মাদকবিরোধী কর্মসূচীকে আরো গতিশীল করতে এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের অংশগ্রহণে আজ রবিবার (৯ মে) মাদকবিরোধী সমাজ গঠনে সাংবাদিকদের অংশগ্রহণ বৃদ্ধিকরণ বিষয়ক একটি গোলটেবিল সভা অনুষ্ঠিত হয়েছে।

অনলাইনে জুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, পুঠিয়া উপজেলার উপজেলা নিবাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাস, দুর্গাপুর উপজেলার উপজেলা নিবাহী কর্মকর্তা মোঃ মোহসীন মৃধা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরউল্লাহ কাজল। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন লাইট হাউজের নির্বাহী পরিচালক মো: হারুন- অর -রশিদ।

সভাটি দাড়াও প্রকল্পের আওতায় ঢাকা আহ্ছানিয়া মিশন ও লাইট হাউজ কনসোর্টিয়াম এর আয়োজনে অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী বিভিন্ন গনমাধ্যমে কাজ করছেন এমন ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সাংবাদিকগন দাড়াও প্রকল্পের আওতায় যে সমস্ত সফলতা এসেছে এগুলো তাদের সংবাদের মাধ্যমে তুলে ধরা, জনচতেনতা বৃদ্ধিমুলক প্রোগ্রাম আয়োজন এবং বিভিন্ন মাধ্যমে মাদক সমস্যা থেকে সুস্থতাপ্রাপ্ত ব্যক্তিদের সফলদার গল্প বিভিন্ন মাধ্যমে প্রকাশের বিষয়ে গুরুত্ব প্রদান করেন।

সভায় প্রকল্পের কাযক্রম ও মাদকবিরোধী সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সচিত্র উপস্থাপনা করেন দাড়াও প্রকল্পের মনিটরিং এবং লানিং কোর্ডিনেটর সুব্রত কুমার পাল। উক্ত অনলাইনে আয়োজিত সভাটি সঞ্চালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের দাড়াও প্রকল্পের এডভোকেসি অফিসার উম্মে জান্নাত।

সভায় মুক্ত আলোচনা পর্বে সভার অতিথিগন এবং আয়োজক সংস্থার প্রতিনিধিগন অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়াও সভায় বক্তব্য প্রদান করেন ইউএসএইড এর সিভিল সোসাইটি এডভাইজার সুমনা বিনতে মাসুদ এবং আপোস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু।

পরিশেষে সভার সভাপতি ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের বক্তব্যের মধ্যে দিয়ে সভা সমাপ্তি হয়। সভার সভাপতি এবং অথিতিগন তাদের বক্তেব্যে মাদক বিরোধী সমস্যা নিয়ে সাংবাদিকদের কাজের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব প্রদান করেন।

উল্লেখ্য ঢাকা আহ্ছানিয়া মিশন দীর্ঘ ৩০ বছর যাবৎ মাদকবিরোধী কাযক্রম বাস্তবায়ন করছে এবং এই প্রতিরোধ কাযক্রমের ধারাবাহিকতায় ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টরন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় লাইট হাউস কনসোটিয়াম-যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে ঢাকা আহ্ছানিয়া মিশন, লাইট হাউস, আসক্ত পুনর্বাসন সংস্থা (আপস)-রাজশাহী এবং নারী ও শিশু কল্যান সোসাইটি মাদক বিরোধী প্রকল্প ড্রাগ অ্যাবিউজ রেজিসটেনস্ এন্ড আন্ডারস্ট্যান্ডিং (দাড়াও) প্রকল্পটি ২০১৯ সাল থেকে বাস্তবায়ন করছে। প্রকল্পের কাযক্রম রাজশাহী ও নাটোর জেলায় মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

কনক্রিটের ব্লক পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যুর রহস্য খুঁজতে অনুসন্ধানে পুলিশ

নওগাঁর পৌরসসভার চার নং ওয়াডে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে দুই শত পরিবার

হুয়াওয়েকে এগিয়ে রাখার জন্য সংবর্ধনা পেল অভিজ্ঞ কর্মীরা

তাইওয়ানের পার্লামেন্টে পেলোসি, মার্কিন রাষ্ট্রদূতকে তলব চীনের

রৌমারীতে ইমারত শ্রমিকদের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ জাতীয় শোক দিবস পালন

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৭ লক্ষ টাকা জরিমানা ও ২ টি কারখানা সিলগালা

আবারও ফুডপ্যান্ডায় বিকাশ পেমেন্টে খাবার অর্ডারে ডিসকাউন্ট

আগামী ২৮ জুন আরব আমিরাতে ঈদুল আজহা

গোবিন্দগঞ্জে ঈদ পূর্ণমিলনী ও ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

ব্রেকিং নিউজ :