সংবাদদাতা, মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার বনপারিল এলাকায় গণপিটুনীতে দুই ডাকাত নিহতের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার ভোরে হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় এই ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার হাটিপাড়ার বনপারিল এলাকায় সাবেক মেম্বার ইউসুফ আলীর বাড়িতে ডাকাতি করে চলে গেলে বিষয়টি স্থানীয় বর্তমান মেম্বারকে জানায়। পরে ডাকাতির বিষয়ে মসজিদের মাইকিংয়ের মাধ্যমে স্থানীয়দের সর্তক করা হলে তিন ডাকাত স্থানীয়দের হাতে ধরা পরে এবং স্থানীয়রা তাদের গণপিটুনি দেয়। এতে দুই ডাকাত নিহত হন।
মরহেদ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।