নিজস্ব প্রতিবেদক : কাপড়ের অন্যতম বড় পাইকারি মার্কেট রাজধানীর বঙ্গ বাজারে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ক্রেতাদের ভিড় অনেক। বিক্রিও হচ্ছে বেশ।
এছাড়া রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা হচ্ছ।
যমুনা ফিউচার পার্কের শপিংমলে দেখা গেছে, সকালের দিকে ক্রেতা একটু কম হলেও দুপুর নাগাদ ক্রেতা সমাগম বেড়ে যায়।
তবে বিক্রেতারা বলছেন গণপরিবহন খোলা থাকলে তাদের ব্যবসাটা আরো ভালো হতো। ক্রেতার সংখ্যা তুলনামূলক কম দাবি করে তারা জানান, পরিস্থিতি বিবেচনা করে তারা কম রেটেই মাল বিক্রি করছেন।
তবে ক্রেতারা বলছেন ভিন্ন কথা। চট্টগ্রাম এবং হবিগঞ্জ থেকে আসা দুইজন ক্রেতা বলেছেন কাপড়ের দাম কমানো হয়নি বরং আগের দামেই কিনছেন তারা।
গণপরিবহন বন্ধ থাকায় বেশ কয়েকজন ক্রেতা মিলে মাইক্রো ভাড়া করে ঢাকায় এসেছেন আবার অনেকে রাতের গাড়িতে ঢাকায় এসেছেন মালামাল কেনার জন্য।
এই মার্কেটে ক্রেতা বিক্রেতাদের সবাইকে মাস্ক ব্যবহার করতে দেখা গেলেও সামাজিক দূরত্বের বিষযয়টি ছিল উপেক্ষিত।