বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশে মালয়েশিয়ার মাননীয় হাইকমিশনার হাজনাহ মোঃ হাশিম, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) নবনির্বাচিত পরিচালনা পর্ষদেরসাথে পরিচিত হওয়ার জন্য বিএমসিসিআই অফিসে আসেন।
পরিচিতি সভায় নবনির্বাচিত প্রেসিডেন্ট সাব্বির এ খান, সদ্য সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির, সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জম হোসেন, সেক্রেটারি জেনারেল মোঃ মোতাহের হোসেন খান এবংনতুন পর্ষদের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন।
মাননীয় হাইকমিশনার সকলের সাথে পরিচিত হন এবং আশা প্রকাশ করেন যে নতুন পর্ষদ পূর্ববর্তী পর্ষদের মতোই বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে।