বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় পরিচালক মালেক আফসারীর বিরুদ্ধে জিডি করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। অরুণার এমন কঠোর অবস্থানের প্রশংসা করেছেন অভিনেতা ওমর সানী। ফেসবুকে তিনি লিখেছেন, ‘শিল্পীদের নিয়ে যা খুশি বলে যাবেন, এটা হবে না। প্রতিবাদ এভাবেই হোক। আগাছা টাইপ ইউটিউব চ্যানেলগুলোর দিকে রাষ্ট্রীয়ভাবে দৃষ্টি রাখা উচিত তথ্য মন্ত্রণালয়ের। অরুণা তোমার খুব ভালো উদ্যোগ… দোস্ত।’
সংবাদমাধ্যমকে ওমর সানী জানান, ‘ইউটিউব কনটেন্টের জন্য জীবনের রংগুলো অতিরঞ্জিত করে শিল্পীদের নিয়ে বাজে মন্তব্য করে ফেলবেন। অরুণা বিশ্বাসকে নিয়ে বললেন। এটা তো ঠিক না। আমরা ছোটখাটো অপরাধ করতেই পারি। আপনি আমাদের শাসন করেন, মার্জিতভাবে আমাদের বলেন কিন্তু এভাবে পাবলিকের সামনে বিদ্রূপ করে তারকা শিল্পীদের নিয়ে বলবেন কেন?’
উল্লেখ্য, মালেক আফসারীর বিরুদ্ধে কু-ইঙ্গিতপূর্ণভাবে কথা বলে ভিডিও প্রকাশ করার অভিযোগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। জিডিতে বলা হয়েছে, এক ভিডিওতে অরুণা বিশ্বাসকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মালেক আফসারী। ভিডিওতে মালেক আফসারী কু-ইঙ্গিতপূর্ণ এমন কিছু কথা বলেছেন যা অরুণার ব্যক্তিগত ইমেজ এবং পারিবারিক সম্মান নষ্ট করেছে। এ ব্যাপারে একসময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস বলেন, ‘মালেক আফসারী ভিডিওতে যেসব কথা বলেছেন তা কু-ইঙ্গিতপূর্ণ, এসব আমাকে সামাজিকভাবে সম্মানহানি ঘটিয়েছে। আমি তাকে (মালেক আফসারী) ভিডিওর জন্য ফোন দিলে তিনি ভিডিওটি প্রাইভেট করে দেন। অবশ্য ভিডিওটি আমি রেখেছি। এটি মালেক আফসারীর দুরভিসন্ধিমূলক কোনো চিন্তা থেকে থেকে করা। ’