নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ইলিশ মাছের প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২১’ উপলক্ষে গত ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মোট ২২ দিনে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় অঞ্চল এবং বিভিন্ন নদীতে ৩,০৪৯টি অভিযান পরিচালনা করে।
আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, উক্ত অভিযানে আনুমানিক ২৩৩ কোটি ৬৪ লক্ষ ১৬ হাজার টাকা মূল্যের ৬ কোটি ৩৭ লক্ষ ৯৮ হাজার মিটার বিভিন্ন প্রকার অবৈধ জাল, ৯,৮৩২ কেজি ইলিশ মাছ, ১১৫ টি বোট ও ২৫৭ জন জেলেকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত এসব অবৈধ জাল স্থানীয় প্রসাশন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ স্থানীয় এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড দেয়া হয়।