বিনোদন ডেস্ক: ক্যাটরিনা-রণবীরের রসায়ন পর্দায় জমে উঠেছিল। সেটি বাস্তব জীবনে রূপ দিয়েছিলেন দুই বলিউড তারকা। একে অপরের সঙ্গে মন দেওয়া নেওয়া হয়েছে। দুজনের ঘনিষ্ঠতা নিয়ে কম চর্চা হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে।
একটা সময় ভাবা হতো সালমানের সঙ্গে সম্পর্ক পেছনে ফেলে আসা ক্যাটরিনা কাইফ রণবীরে থিতু হবেন। রণবীরও দীপিকার সঙ্গ ত্যাগ করে ক্যাটরিনায় মজেছিলেন।
কিন্তু তাদের প্রেম স্থায়ী হয়নি। রণবীর পরবর্তীতে আলিয়াকে বেছে নিয়েছেন।
ক্যাট-রণবীর সম্পর্ক যখন তুঙ্গে তখন একবার রণবীরের ওপর চটেছিলেন ক্যাটরিনা।