নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর মিরপুরে মায়া নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে রূপনগর ‘ট’ ব্লকের ৩ নম্বর রোডের ৩৬ নম্বর বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
পল্লবী জোনের এসি আবদুল হালিম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মায়ার স্বামীর নাম খোকন। তিনি প্রবাসী। নিহতের ছয় বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে।
আবদুল হালিম বলেন, নিহতের গলায় আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। পরে বিস্তারিত জানানো হবে।