সংবাদদাতা, টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। সম্পর্কে তারা মা ও ছেলে-মেয়ে। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এর আগে একই উপজেলায় ভোরে আরেক দুর্ঘটনায় চার জন বাসযাত্রী নিহত হন।
নিহতরা হলেন উপজেলার বাশতৈল এলাকার মাসুদ মিয়ার স্ত্রী পারভীন বেগম (৩৫), ছেলে সুমন (১০) ও মেয়ে সাদিয়া (৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা পাকুল্যা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই শিশু সাদিয়া নিহত হয়। আহত অবস্থায় মা ও ছেলেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) লুৎফর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই পারভীন বেগম ও সুমন মারা গেছে। মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রয়েছে এবং সাদিয়ার মৃতদেহ এখনো ঘটনাস্থলে রয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, সড়ক দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যাতে অবরোধ করেন। স্থানীয়দের সাথে আলোচনা চলছে। খুব দ্রুতই এ মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু হবে বলেও তিনি জানান।
এ দিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আরেক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে এবং আহত কমপক্ষে ১০ জন।
শনিবার ভোর সাড়ে চারটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকাগামী থেমে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে তিনজন ঘটনাস্থলে ও একজনকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।