চাঁদপুর প্রতিনিধি, বাঙলা প্রতিদিন: চাঁদপুর শহরের বিপনীভাগ বাজার এলাকায় থেকে নারায়ণ ঘোষ (৬০) নামের এক মিস্টান্ন ব্যবসায়ীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে বাজারের মেসার্স শরীফ স্টীল ওয়ার্কশপের কারখানার পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পাশের একটি সেলুনে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর ওই সেলুন থেকেও হত্যার আলামত সংগ্রহ করেছে পুলিশ ও পিবিআই।
নিহত নারায়ন ঘোষ পৌরসভার ৮নং ওয়ার্ডের নতুনবাজার ঘোষপাড়ার বাসিন্দা মৃত যোগলকৃষ্ণা ঘোষের ছেলে। তিনি ২ ছেলে ও ১ মেয়ের জনক। তিনি পাইকারিতে দধি মিস্টি বিক্রি করতেন।
অপরদিকে ঘটনার পর থেকে কৃষ্ণ কর্মকারের সেলুনের কর্মচারী সন্দেহভাজন রাজু শীল পলাতক রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।