300X70
বুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে স্ত্রীকে বোন বানালেন স্বামী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ২৮, ২০২২ ২:১৩ অপরাহ্ণ

সংবাদদাতা, কুড়িগ্রাম: সরকারি সুবিধা নিতে স্ত্রীকে বোন বানালেন স্বামী। স্বামী-সন্তান সবই আছে, প্রতিবেশিরাও জানেন তারা স্বামী-স্ত্রী। অথচ কাগজে-কলমে স্বামী-স্ত্রী এখন ভাই-বোন। মুক্তিযোদ্ধা কোটায় সরকারি সুযোগ-সুবিধা পেতে এমন উদ্ভুট আর ব্যতিক্রম ঘটনা ঘটিয়েছেন বীর মুক্তিযোদ্ধার এক সন্তান। অভিনব প্রতারণার বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটিনাওডাঙ্গা আমিরটারী তালবেরহাট এলাকার বীর মুক্তিযোদ্ধা আইনুল হক ও জমিলা বেগম দম্পতির ৮ ছেলে-মেয়েদের মধ্যে বড় ছেলে আনিছুর রহমান। তিনি রংপুর বেতারে অফিস সহায়ক পদে চাকরি করেন। ২০০৭ সালে জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুরা গ্রামের বাজারের পাশে বাসিন্দা মৃত রবিউল ইসলাম ও আছমা বেগমের মেয়ে সোনালী খাতুনকে বিয়ে করেন। সোনালী খাতুন সাত ভাই বোনের মধ্যে ছোট।

আনিছুর-সোনালী খাতুনের সংসার জীবনে তাদের ঘরে রয়েছে ১৩ বছরের বড় ছেলে স্বাধীনসহ জমজ দুই সন্তান। অথচ বিয়ের পর সোনালী খাতুন তথ্য গোপন করে শ্বশুড়-শাশুড়িকে নিজের পিতা-মাতা দেখিয়ে ২০১৪ সালে ভোটার হন। এর আগে ২০১০-১১ সেশনের শিক্ষার্থী হতে উপজেলার সাপখাওয়া দাখিল মাদ্রাসায় ভর্তি হন। সেখানে বীর মুক্তিযোদ্ধা দম্পতিকে পিতা-মাতা দেখিয়ে রেজিস্ট্রেশন করেন। এই মাদ্রাসা থেকে সোনালী খাতুন ২০১৩ সালে জিপিএ-২.৯৪ পেয়ে এসএসসি পাশ করেন। ভোটার হবার সময় সোনালী খাতুন তার এসএসসি সনদ, জন্ম নিবন্ধনে, শ্বশুড় বাড়ির ঠিকানা এবং বীর মুক্তিযোদ্ধাকে নিজের পিতা-মাতা এবং ১৯৯৪ সালে ২৫ মে জন্ম তারিখ দেখিয়ে ভোটার হন।

প্রতিবেশী হযরত আলী ও বেলাল হোসেন বলেন, এনআইডিতে থাকা ছবি সোনালী খাতুনের। সে আনিছুর রহমানের স্ত্রী। তাদের ঘরে ৩টি সন্তান রয়েছে।

প্রতিবেশী রাসেদ মিয়া জানান, নিজের বৌকে কেন বোন বানিয়েছেন তাতে তো আমরা জানি না। এই বিষয়টি আগে জানতাম না। আজই প্রথম শুনলাম। অসৎ উদ্দেশ্য ছাড়া এমন কাজ কেউ করতে পারে না।

আনিছুর রহমানের ছোট ভাই আব্দুল খালেক ভোটার আইডি দেখে নিশ্চিত হয়েছেন সোনালী খাতুন তার ভাবী। তিনি স্বীকার করেন, যখন ভোটার হয়েছিল তখন মুক্তিযোদ্ধার সুযোগ সুবিধা পেতে তার ভাই এমনটি করেছেন।

প্রতারণার বিষয়টি স্বীকার করেন আনিছুর রহমান। তিনি জানান, ভুলবসত তার স্ত্রী এমনটি করেছেন। ভোটার আইডি এবং শিক্ষা সনদ ঠিক করে নেবেন। তবে এই বিষয়ে তার স্ত্রী সোনালী খাতুনের সাথে কথা বলতে চাইলে তিনি অস্বীকৃতি জানান।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

করোনায় আরও ১৩ জনের প্রাণ গেল রাজশাহী মেডিকেলে

‘আর্থিক অন্তর্ভুক্তি অর্জনে ব্যাংক ও এমএফআইকে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে’

সেলিম আর. এফ. হোসেন ২০২৬ সাল পর্যন্ত ব্র্যাক ব্যাংকের নেতৃত্ব দেবেন

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

যারাই ইতিহাসকে বিকৃত করতে চেয়েছে, তারাই মুছে গেছে : তথ্যমন্ত্রী

কম খরচে ইউএস-বাংলায় কক্সবাজার ভ্রমণ

জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান উপাচার্যের

বাংলাদেশের সাথে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনে আগ্রহী সুইজারল্যান্ড

প্রকাশ্যে চুম্বনের ছবি পোস্ট, নেটিজেনদের রোষের মুখে অভিনেত্রী শ্রাবন্তী

চাটখিলে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা প্রদান

ব্রেকিং নিউজ :