নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন তিনদোকান বাজার ও একই থানাধীন ঝুমুর সিনেমা হল রোড এলাকায় গতকাল ০৫ মে ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল ২টি পৃথক অভিযান চালিয়ে ১ লক্ষ ৯২ হাজার টাকা মূল্যের ৬৪ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে মেহেদী হাসান অমি (৩২) ও শেখ ওয়াহিদ (৪১)। এসময় তাদের নিকট থেকে ০৪টি মোবাইল ফোন ও মদক বিক্রয়ের নগদ- ৩০ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিন কেরাণীগঞ্জ ও লালবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।