300X70
সোমবার , ১১ অক্টোবর ২০২১ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মৃত্যুশূন্য চট্টগ্রাম, শনাক্তের হার ১ শতাংশের নিচে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১১, ২০২১ ১২:৫৬ অপরাহ্ণ

সংবাদদাতা, চট্টগ্রাম : সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। আর এই সময়ে ১ হাজার ৭১৯ জনের নমুনা পরীক্ষা করে মাত্র ১১ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শতকরা হিসেবে এই হার মাত্র ০.৬৩ শতাংশ। গত বছরের মে মাসের পর থেকে শনাক্ত এই প্রথম ১ শতাংশের নিচে নামল।
সোমবার (১১ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১০টি ল্যাবে ১ হাজার ৭১৯ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৮ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

এনিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ১ লাখ দুই হাজার ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৭৩ হাজার ৮৪৬ জন, বাকি ২৮ হাজার ১৭৯ জনমফস্বলের বাসিন্দা।।আর জেলায় এই ভাইরাসে মোট ১ হাজার ৩১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২০ জন চট্টগ্রাম নগরের, আর ৫৯১ জন মফস্বলের বাসিন্দা।

উল্লেখ্য, গত বছরের ৩রা এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :