বাহিরের দেশ ডেস্ক: মেক্সিকোর মধ্যাঞ্চলে জ্বালানিবাহী একটি চলন্ত ট্রেন ও ট্রাকের ধাক্কায় অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। কোনো প্রাণের ক্ষতি না হলেও বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ট্রেনের ধাক্কায় ট্রাকটিতে আগুন ধরে যাওয়ার পর দাউ দাউ করে জ্বলছে। এর মাঝখান দিয়েই এগিয়ে যাচ্ছে ট্রেনটি। আশপাশের মানুষ ছোটাছুটি করছে।
মিররের খবরে বলা হয়েছে, ঘটনাটি মেক্সিকোর মধ্যাঞ্চলের শহর আগুয়াসকালিয়েন্টেসে ঘটেছে। অগ্নিনিরাপত্তাকর্মীরা এখন ঘটনাস্থলে কাজ করছে। সরিয়ে নেওয় হয়েছে প্রায় ১ হাজার মানুষকে।
আগুনে সৃষ্ট ধোঁয়ায় একজন অসুস্থ হয়ে পড়েছেন। কোনো প্রাণ ক্ষয় হয়নি। ট্রাক চালককে আটক করা হয়েছে।
আগুয়াসকালিয়েন্টেস শহরের ফায়ার সার্ভিস প্রধান মিগুয়েল মুরিলো এসব তথ্য নিশ্চিত করেন।