প্রতিনিধি, জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার সামিউল আলমকে (পিপিএম) বিদায় সংবর্ধনা দিয়েছেন মেলান্দহ থানা পুলিশ। জামালপুরের মেলান্দহ থানা সভাকক্ষে গতকাল বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধা ৭ টায় এ বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ ৪ বছর মাদারগঞ্জ সার্কেলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পর তাকে ঢাকায় শিল্প পুলিশে করায় করা হয়েছে। উক্ত বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি তদন্ত মো: আ: মজিদ, এস আই কাশেম, এসআই এনামুল হক, এস আই জসিম উদ্দিনবৃন্দ, থানার এ এস আই সকল কনষ্টবলসহ সকল কর্মকর্তারা। বিদায় উপলক্ষে মেলান্দহ থানার পক্ষ থেকে তাকে স্মৃতি স্মারক উপহার প্রদান করেন।