মেহেরপুর প্রতিনিধি : মুসলিম ধর্মের বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুরে ফ্রি হাট হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে এগারটার দিকে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ময়মনসিংহ এর মুক্তির বন্ধন ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ ফ্রি হাটের আয়োজন করা হয়। ফ্রি হাটে অসহায় ৪শত পরিবারকে টোকেনের মাধ্যমে ঈদের উপহার হিসেবে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়, এসময় মেয়েদের উপস্থিতি ছিল বেশি।
ঈদ উপহার হিসেবে ছেলেদের জন্য লুঙ্গি, পাঞ্জাবি-পায়জামা, টি-শার্ট ও মেয়েদের জন্য শাড়ি, ত্রিপিস, ছালোয়ার-কামিজ ও সাজ-সজ্জা করার জন্য বাহারী ধরনের কসমেটিকস্ সামগ্রী স্টল গুলোতে সাজানো ছিল। খাদ্য দ্রব্য হিসেবে পোলাওয়ের চাল, চিনি, সয়াবিন তেল, সেমাই, সুজি ইত্যাদি স্টলের টেবিলগুলোতে সাজানো ছিল। এসময় মুক্তির বন্ধন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও স্থানীয় আওয়ামীলীগ সহ ছাত্রলীগের নেতাকর্মিরা সারিবদ্ধ ও সুশৃঙ্খল ভাবে ৪শত পরিবারের লোকের হাতে বিন্যামূল্যে তুলে দেওয়া হয়।
মুক্তির বন্ধন ফাউন্ডেশনের উপদেষ্টা আফজাল হোসেন, প্রোগ্রাম অফিসার অনিক, এ্যাডমিন সুমন, স্বেচ্ছাসেবক ইমন, মেহেরপুর বড়বাজার সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ হোসেন আসিফ, যুবলীগ নেতা হিরন সহ স্থানীয়রা সেখানে উপস্থিত ছিলেন।