300X70
মঙ্গলবার , ২৮ জুন ২০২২ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মোংলা থেকে সাড়ে ৩ ঘণ্টায় ঢাকায় আসছে পণ্য

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৮, ২০২২ ১০:০৮ পূর্বাহ্ণ

সংবাদদাতা, বাগেরহাট: পদ্মা সেতু চালুর পরপরই মোংলা বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরা সুফল পেতে শুরু করেছেন।

রাজধানী থেকে মাত্র ১৭০ কিলোমিটার দূরে হলেও আন্তর্জাতিক সমুদ্র বন্দরের সঙ্গে সড়ক যোগাযোগে লাগতো দীর্ঘ সময়। পদ্মা সেতু চালু হওয়ার পর লাগছে মাত্র সাড়ে ৩ ঘণ্টা। আমদানি-রপ্তানির সঙ্গে জড়িত ব্যবসায়ীরা বলছেন, সময় বেঁচে যাওয়ার কারণে বছরে তাদের প্রায় দুই হাজার কোটি টাকা বেঁচে যাবে।

মোংলা বন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের (সিঅ্যান্ডএফ) সভাপতি সুলতান আহমেদ খান বলেন, পদ্মা সেতু মোংলা বন্দরের ব্যবসায়ীদের জন্য একটি আশীর্বাদ। পদ্মা সেতু চালুর পর প্রায় দুই শতাধিক ট্রাক ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

তিনি আরও বলেন, এ বন্দর ব্যবহারের মাধ্যমে আমদানি-রপ্তানিতে প্রায় ৪শ’ ব্যবসায়ী জড়িত। আগে মোংলা বন্দর থেকে ঢাকায় পণ্য পৌঁছাতে সময় লাগতো ১০ থেকে ১৪ ঘণ্টা। এখন লাগছে সাড়ে ৩ ঘণ্টা। এতে আর্থিকভাবে সাশ্রয় হবে প্রায় দুই হাজার কোটি টাকা।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারবিডা) সভাপতি মো. হাবিবুল্লাহ ডন বলেন, সেতু উদ্বোধনের পর আমদানি করা শতাধিক গাড়ি মোংলা বন্দর থেকে সাড়ে ৩ ঘণ্টায় রাজধানী ঢাকার পৌঁছে গেছে। ব্যবসায়ীদের শুধুমাত্র জ্বালানি তেল বাবদ বছরে আনুমানিক প্রায় ১২ কোটি সাশ্রয় হবে। বারবিডার প্রায় ৩০০ সদস্য মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি করেন। কম সময়ে গাড়ি খালাস ও রাখার পর্যাপ্ত জায়গা থাকায় ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে আমদানি করতে বেশি পছন্দ করেন। পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে বন্দর দিয়ে গাড়ি আমদানিতে ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে কয়েক গুন।

মোংলা বন্দর এলাকার পরিবহন ব্যবসায়ী জামাল হোসেন বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পরদিন রবিবার বিকেলে কোম্পানির মাল নিয়ে সাড়ে ৩ ঘণ্টার মধ্যে ঢাকায় পৌঁছেছি। এর আগে ঢাকায় রওনা দিলে কখন পৌঁছাবো তার কোন নিশ্চয়তা ছিল না। মাওয়া ঘাটে সিরিয়াল দিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়েছে, এমনকি দুই থেকে তিন দিন পর সিরিয়াল পেতাম। তার ওপর ফেরির লোকজনদের ম্যানেজ করাসহ নানা ঝামেলায় পড়তে হতো। এখন আর সেই সমস্যা নাই, এখন রওনা দিয়ে কখন ঢাকা পৌঁছাবো তার নিশ্চয়তা আছে। সবচেয়ে বড় কথা, পরিবারের কাছে কখন পৌঁছাবো সে নিশ্চয়তা আমি দিতে পারবো।

পদ্মা সেতুর সুবিধা পেয়ে ব্যবসায়ীদের পাশাপাশি আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে জড়িত ট্রাক-লরি ড্রাইভার ও হেলপাররাও ভীষণ খুশি।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

কুষ্টিয়া ঈদগা পাড়া থেকে মটর সাইকেল চুরি, থানায় অভিযোগ

অবশেষে বাংলাদেশকে দেওয়া কথা রাখল ভারত : প্রতিবেশী কূটনীতির দৃষ্টান্ত

আইএমএফ কর্মকর্তা ঢাকা আসছেন জানুয়ারিতে

ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহ ব্যাপী বিশেষ অভিযানের ঘোষণা ডিএনসিসি মেয়রের

উমরাহ হজ্জ্বে যাওয়ার পথে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক     

কক্সবাজারের ব্লু-ইকোনমি হাব হওয়ার বৈশিষ্ট্য আছে

ঈশ্বরগঞ্জে বিশেষ সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

৫০০ কোটি ডলার জরিমানা গুগলকে

বৈদেশিক বিনিয়োগ নীতির সংস্কারকে সমর্থন বিডা’র নির্বাহী চেয়ারম্যানের

জনগণকে সম্পৃক্ত করে শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করছে সরকার : পরিবেশ মন্ত্রী

ব্রেকিং নিউজ :