সংবাদদাতা, ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আজ শনিবার বিকালে এ দুর্ঘটনাটি ঘটে।
শনিবার (১৬ অক্টোবর) দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, দাড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকের সাথে বাসের ধাক্কায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয়রা।