পৌর নির্বাচন ডিসেম্বরে:
কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর পৌরসভাসহ বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচন হতে পারে আগামী ডিসেম্বর মাসে। যশোর জেলার কেশবপুর পৌরসভার আসন্ন নির্বাচনের জন্য জনমত গঠন করে চলেছেন মঞ্জুয়ারা বেগম। তিনি কেশবপুরের আওয়ামী লীগ ও যুবলীগসহ অন্যান্য দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিল, সমাবেশ ও গণসংযোগ অব্যহত রেখেছেন।
বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে কেশবপুর পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে নৌকার পক্ষে গণসংযোগ করছেন মঞ্জুয়ারা বেগম।
তিনি তার স্বপ্নের ১,২,৩ নং ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নারী উন্নয়নে আগামী প্রজন্মের জন্য তার রয়েছে সুচিন্তিত পরিকল্পনা। ইতিমধ্যে কেশবপুর সদরের ১,২,৩ নং ওয়ার্ডে তিনি ব্যাপক গণসংযোগ চালিয়েছেন এবং উঠান বৈঠকসহ বিভিন্ন নির্বাচনে জয়ী হতে প্রস্তুতিমূলক সামাজিক কার্যক্রম করে যাচ্ছেন।
গণসংযোগের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) কেশবপুর পৌরসভা মেয়রের সঙ্গে মঞ্জুয়ারা বেগম নোনামেটেল এলাকায় গণ সংযোগে অংশ গ্রহন করেন। এসময় ভোটারদের মাঝে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনাসহ কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন।
এর আগের দিন সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় প্রার্থী মঞ্জুয়ারা বেগম ভোগতীর বায়সার মোড় এলাকার সালামের দোকান এলাকার জনগণের কাছে দোয়া চেয়ে প্রচারণা চালায়। ওই একই দিনে কালাবাশার মোড় এলাকার পূজা মণ্ডব পরিদর্শন করাসহ নির্বাচনী প্রচারণা চালায়। এছাড়া তিনি সাবদিয়া, ভোগতী, নুনাডাঙ্গা, সাহাপাড়া, বাইসাসহ কেশবপুর পৌরসভা নির্বাচনী এলাকা ১,২,৩ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় ব্যাপক সংযোগ চালাচ্ছেন।
এ ব্যাপারে জানতে চাইলে কেশবপুর পৌরসভা নির্বাচনে ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী মঞ্জুয়ারা বেগম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি জনমতের ভিত্তিতে নৌকার মনোনয়ন দেয়। তা আমি শতভাগ বিশ্বাস করি যে দেশরত্ন মানবতার মা শেখ হাসিনা এবং তার আস্থাভাজন যশোর-৬ আসনের এমপি জনপ্রিয়নেতা শাহীন চাকলাদার আমাকে মূল্যায়ন করে নৌকার প্রার্থী উপহার দেবেন। যদি আমাকে নৌকার প্রার্থী উপহার দেয়, তাহলে ইনশাল্লাহ শতভাগ আশাবাদী নির্বাচিত হয়ে এই এলাকার মানুষের কাছে থেকে সেবক হিসেবে জনগণের সেবা করতে পারব। আর মহামারি করোনাকালীন সময় আমার নির্বাচনী এলাকার অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং আমার চেষ্টা অব্যহত থাকবে। তবে আমি মনে করি এলাকার জরিপের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্তাভাজন যশোর জেলা আওয়ামীলীগের দক্ষ কান্ডারি ও যশোর-৬ আসন থেকে নির্বাচিত এমপি জনপ্রিয়নেতা শাহীন চাকলাদার আমাকে মূল্যায়ন করবে বলে তিনি জানিয়েছেন।
মঞ্জুয়ারা বেগম বলেন, যশোর-৬ আসনের এমপি জনপ্রিয়নেতা শাহীন চাকলাদারের দল চালানোর অভিনব কৌশল, কর্মীবান্ধব ক্যারিশম্যাটিক নেতৃত্ব এবং রাজনৈতিক বিচক্ষণতায়, তৃণমুলে ব্যাপক ভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন।
প্রার্থী মঞ্জুয়ারা বেগম বাঙলা প্রতিদিনকে বলেন, আমাকে এই ওয়ার্ডে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিলে সঠিক ভাবে জনগণের কাজ করে যাবো। মঞ্জুয়ারা বেগম আরো বলেন, দল যাঁকে মনোনয়ন দিবে, তিনি তাঁর নির্বাচন করবেন। তবে দলের সিনিয়র পার্সন এবং যশোর-৬ আসনের এমপি জনপ্রিয়নেতা শাহীন চাকলাদার (মহদ্বয়ের) কাছে দাবি, তৃণমুল পর্যায়ে জরিপ করে যেন প্রার্থী ঘোষণা করা হয়। সেই সাথে তিনিান যে, অসৎ, দূর্নীতিবাজদের দলীয় প্রার্থীতা না দেওয়ার জন্য সুদৃষ্টি কামনা করেছে।
এদিকে, নির্বাচনে কারা কোন দল থেকে প্রার্থী হচ্ছেন, এ আলোচনা এখন মুখে মুখে। তবে নির্বাচন হবে কি না, এ নিয়েও আছে সংশয়। তার পরও মনোনয়ন প্রত্যাশীরা গণসংযোগ করেছেন। নেতা-কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে মতবিনিময় অব্যহত রেখেছেন।