বাকেরগঞ্জে ধর্ষণ মামলা ।
বরিশালের সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টে তলব ।
নিজস্ব প্রতিবেদক:
বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় গ্রেফতার চার শিশুকে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে বৃহস্পতিবার রাতের মধ্যে অভিভাবকদের কাছে পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
যশোরের ডিসিকে রাতের মধ্যে যশোর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা নেয়ার জন্য বলেছেন আদালত।
একইসঙ্গে বরিশালের সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব করেছেন হাইকোর্ট। ১১ অক্টোবর তাকে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।
এ-সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার রাত ৯টার পর হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, মঙ্গলবার রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুর বিরুদ্ধে মামলা হয়। পরদিন আদালত তাদের যশোর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ও অভিযুক্ত চার শিশুর বাড়ি একই এলাকায়। রোববার বিকেলে খেলার কথা বলে বাড়ির পাশের বাগানে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে এক শিশু। ধর্ষণে সহায়তা করে অন্য তিনজন।
সোমবার রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। মঙ্গলবার সকালে অভিভাবকরা তাকে নিয়ে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় মঙ্গলবার রাতে ধর্ষণের অভিযোগ এনে ওই চার শিশুর বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগী শিশুটির বাবা। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চার শিশুকে গ্রেফতার করে। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।