নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মোঃ নজরুল। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দু’টি ম্যাগজিন জব্দ করা হয়।
আজ দুপুরে ডিএমপির যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল আলম অস্ত্র উদ্বারের বিষয়টি দৈনিক বাংলাদেশ বুলেটিনকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত পৌঁনে ১২ টার দিকে যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওসি মোঃ মফিজুল আলম জানান, কতিপয় ব্যক্তি যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পিস্তল ও ম্যাগজিনসহ নজরুলকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত নজরুল তার কাছে থাকা পিস্তলের বৈধতা সম্পর্কে কোনো লাইসেন্স বা কাগজপত্র দেখাতে পারেননি। গতকাল মঙ্গলবার তাকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা ।