নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন :রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে ক্যাবএক্স এলপিজি গ্যাস পাম্পে সিলিন্ডার ও পাইপ বিস্ফোরিত হয়ে অন্তত ৫ জন আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনার পর থেকে পাম্পের গ্যাস পাইপলাইন ও কন্টেইনারের সিলিন্ডার থেকে বিকট শব্দে গ্যাস বের হচ্ছে।
এতে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১ ঘণ্টা যাবত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এলাকাবাসী জানায় ক্যাবএক্স পাম্পে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন কন্টেইনারে সিলিন্ডারের মাধ্যমে ঝুঁকি নিয়ে গ্যাস বিক্রি করে আসছে।
যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম ঘটনাস্থলে এসে গ্যাস কোম্পানিসহ বিভিন্ন স্থানে ফোন করে গ্যাস পাইপলাইন বন্ধের চেষ্টা করছেন।