বরিশাল ব্যুরো : পূর্বের বিয়ের তথ্য গোপন, নারী নির্যাতন ও যৌতুকের মামলায় রোববার বরিশালের মুলাদির আমুলি আদালত গোসাইর হাট শামসুর রহমান ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মামুনকে জেলখানায় প্রেরণ করেছেন। মামলা নম্বর ১৭২।
মামলার বাদিনী মোছাম্মৎ তামান্না জানান, আসামী মামুন একজন প্রতারক ও মিথ্যাবাদি। সে এর আগেও গোপনে দুটি বিয়ে করেছিল এবং যৌতুকের দাবি ও স্ত্রীকে নির্যাতনের জন্য সেই দুই স্ত্রী তার বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলাও করেন। এসব তথ্য সম্পূর্ন গোপন করে ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর মোঃ মামুন তাকে রেজিস্ট্রি কাবিন মুৃলে তাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্বামী মামুন নানা অজুহাতে স্ত্রী তামান্না ও তার পরিবারের কাছে যৌতুকের টাকা ও বিভিন্ন জিনিসপত্র দাবি করতে থাকে।
সংসারের সুখের কথা চিন্তা করে স্ত্রী তামান্না ও তার পরিবার মামুনকে প্রায় দুই লাখ টাকার স্বর্ণের চেইনের ঘড়ি, লক্ষাধিক টাকার আসবাবপত্র ও প্রায় তিন লাখ টাকা নগদ প্রদান করে। কিন্তু তার পরও একের পর এক মামুন যৌতুকের দাবি করতে থাকে এবং টাকা দিতে অপারগতা প্রকাশ করলে স্ত্রী তামান্নাকে বেদম মারধর করে মারাত্মক জখম করে।
এর আগেও মামুন ২ জুলাই ২০০৬ তারিখে বরিশালের বিমানবন্দর থানার হরিপাশা গ্রামের মোছাম্মৎ ফাতেমা আখতারকে বিয়ে করে। তাকেও যৌতুকের দাবিতে মারধর করায় সে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি নারী নির্যাতন মামলা দায়ের করে। মামলা নম্বর ১৪৮/২০১২।
তারও আগে প্রতারক মামুন একই থানার বকশিচর গ্রামের তাহমিনা আখতারকে বিয়ে করে এবং যৌতুকের দাবি করে নগদ দুই লাখ টাকা, একটি মোটর সাইকেল ও স্বণালংকার হাতিয়ে নেয়। তাহমিনাও প্রতারক মামুনের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে একটি নারী নির্যাতনের মামলা করেন। মামলা নম্বর ২৯/২০১৯। প্রতারক মামুন উপরোক্ত দুই স্ত্রীকেই তালাক দেয় এবং এসব কথা সম্পূর্ন গোপনর রেখে মোছাম্মৎ তামান্নাকে তৃতীয় বিয়ে করে।