সংবাদদাতা, রংপুর: রংপুরে ট্রেনে কাটা পড়ে স্নাতকোত্তর পড়ুয়া শিউলী বর্মণ (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। মৃত শিউলী সরকারি বেগম রোকেয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পরীক্ষার্থী ছিলেন। তিনি রংপুর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের বালাকুমার এলাকার ক্ষিতিশ চন্দ্র বর্মণের মেয়ে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে পার্বতীপুর থেকে লালমনিরহাটের বুড়িমারীগামী ৪৬২ নম্বর ট্রেনের নিচে কাটা পরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেলওয়ে স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট শংকর গাঙ্গুলী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছু আগে রেলগেট এলাকায় একটি ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয় ওই তরুণীর। এক পর্যায়ে রেল লাইনে এসে শুয়ে পড়ে মেয়েটি। দূর থেকে অনেকেই তাকে বাঁচাতে চিৎকার করলেও ততক্ষণে ট্রেনের নিচে কাটা পড়ে তিন টুকরো হয়ে যায়।
রংপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আল-আমিন জানান, ট্রেনে কাটা পরে ওই তরুণীর দেহ তিন টুকরো হয়েছে। তবে কী কারণে ট্রেনে কাটা পরে তার মৃত্যু হলো তা নিশ্চিত হওয়া যায়নি।