মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্মভুমি পরিদর্শন করলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মাদ মেজবাহ্ উদ্দীন চৌধুরী। গতকাল সকাল সাড়ে ১০ টায় তিনি রংপুরের পায়রাবন্দে বেগম রোকেয়ার জন্মভুমির বাস্তভিটা,বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র ঘুরে ঘুরে দেখেন এবং স্মৃতি কেন্দ্র চত্তরে বেগম রোকেয়ার ভাস্কার্যের সামনে এবং রোকেয়ার বাস্তভিটায় উপস্থিত স্থানীয়দের সাথে কিছু সময় অতিবাহিত করেন তিনি ।পরে পাঠাগারে রক্ষিত বইয়ে মন্তব্য লেখেন তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রুহুল আমিন, পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃমাহবুবার রহমান,বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের সহকারী সম্পাদক মোঃআবিদ করিম, বেগম রোকেয়া স্মৃতি সংসদের সম্পাদক রফিকুল ইসলাম দুলাল।