300X70
মঙ্গলবার , ২২ ডিসেম্বর ২০২০ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

রাজধানীতে গাঁজা, ফেনসিডিল, বিয়ার ও ইয়াবাসহ আটক ৭

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২২, ২০২০ ৭:২৯ অপরাহ্ণ

র‌্যাব-১০ পৃথক অভিযান:

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিন কেরানীগঞ্জ, ওয়ারী, কদমতলী ও হাজারীবাগ থানা এলাকা হতে গাঁজা, ফেনসিডিল, বিয়ার ও ইয়াবাসহ ৭ মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ পৃথক আভিযানিক দল।
র‌্যাব জানায়, রোববার বিকেলে সিপিএসসি, র‌্যাব- ১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর শাহরিয়ার জিয়াউর রহমান পিএসসির নেতৃত্বে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের গেন্ডারিয়ায় অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ ইয়াসিন নামে একজনকে গ্রেফতার করেছে। ইয়াসিন শরিয়তপুরের জাজিরা উপজেলার আলমগীর হোসেনের ছেলে।
একই দিন বিকালে একই অফিসারের নেতৃত্বে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের হাজী বজলুর রহমান রোড এলাকায় অপর একটি অভিযানে তোফাজ্জল ও তার স্ত্রী সালেহা খাতুন নামে দুইজনকে ৫১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। তোফাজ্জল নড়াইলের লোহাগড়া উপজেলার মৃত- আদিল উদ্দীন মোল্লার ছেলে।
ওইদিন রাত সাড়ে ১০টার দিকে একই অফিসারের এর নেতৃত্বে রাজধানীর ওয়ারীর নারিন্দা ধোলাইখাল রোড এলাকায় হতে মোজাম্মেল হোসেন আকাশ ও শাকিল নামে দুইজনকে ৪৮ ক্যান বিয়ারসহ গ্রেফতার করেছে। মোজাম্মেল হোসেন আকাশ ওই এলাকার মৃত- সিরাজুল ইসলামের ছেলে ও শাকিল দক্ষিণ সায়েদাবাদের মৃত শহীদুল্লাহর ছেলে। রোববার রাত ৮টার দিকে সিপিসি-১, র‌্যাব- ১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান এবং স্কোয়াড কমান্ডার এএসপি এনায়েত কবির সোয়েবের নেতৃত্বে কদমতলীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকা হতে নয়ন ইসলাম নাজমুল নামে একজনকে ১০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। নয়ন ইসলাম নাজমুল রংপুর সদরের টার্মিনাল বড় ময়দান এলাকার নূরনবী ইসলামের ছেলে।
এছাড়াও রাত সাড়ে ১০টার দিকে সিপিসি- ৩, র‌্যাব- ১০ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃতে হাজারীবাগের গণকটুলী এলাকা হতে ৭৪ পিস ইয়াবাসহ আলী হায়দার নামে একজনকে গ্রেফতার করে। আলী হায়দার বরিশালের বানারীপাড়া উপজেরার মৃত হাবিবুর রহমানের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঢাকাসহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :