300X70
বুধবার , ১০ আগস্ট ২০২২ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

রাজধানীতে ট্রান্সফরমার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ১০, ২০২২ ৯:৪৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক , বাঙলা প্রতিদিন: রাজধানীর শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকায় একটি স্টিল মিলে ট্রান্সফরমার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সালাম স্টিল মিলের গেটের ভিতরে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, আকাঈদ (২৫) মো. রনি (২৯) সুনীল চন্দ্র রায় (৪০) ও রতন (৩৫)।

তাদের হাসপাতালে নিয়ে যাওয়া কারখানার সুপারভাইজর মো. সুমন জানান, চরজনই সালাম স্টিল মিলের শ্রমিক। কাজ শেষ করে সন্ধ্যার দিকে চারজন মিলের গেটের পাশে পানি দিয়ে হাত মুখ ধুচ্ছিল। এ সময় পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফরমারে বিস্ফেরণ ঘটে। সেখান থেকে আগুনের ফুলকি চারজনের শরীরে পড়ে।

বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, রতনের শরীরে ২৫ শতাংশ, সুনীলের ২২ শতাংশ, রনি ও আকাঈদের ৫ শতাংশ করে দগ্ধ হয়েছে। তাদের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :