নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ধোলাইপাড়ে পিকআপ ভ্যানের ধাক্কায় সোহেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ৫টার দিকে ধোলাইপাড় নৌকা ব্রিজের নিচে এই ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আশা পরিবহনের লাইনম্যান জানান, ধোলাইপাড়ে ফুট ওভার ব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সোহেল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি এরই মধ্যে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।