নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে জাল টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মীর ফজলে রাব্বী ও মো. মোহসীন ইসলাম মিয়াজী ওরফে মহসীন।
আজ মঙ্গলবার (৬ জুলাই) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. পারভেজ ইসলাম এ তথ্য জানান।
ওসি জানান, সোমবার রাতে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এলাকা থেকে ফজলে রাব্বী ও মোহসীনের দেহ তল্লাশি করে জাল টাকাসহ আটক করে পল্লবী থানার একটি টহল দল। এ সময় ফজলে রাব্বীর কাছে ৭৯টি ১০০০ টাকার জাল নোট এবং মোহসীনের কাছে ২০টি ১০০০ টাকার জালনোট পাওয়া যায়।
পরে তাদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করা হয় এবং তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।