নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানী ঢাকার ওয়ারী এলাকায় গতকাল ৩ জুন র্যাব- ১০ এর একটি আভিযানিক দল একটি অভিযান চালিয়ে ২৮০ পুরিয়া হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা আবু বক্কর সিদ্দিক @ বাবু (২৩), আশরাফুল আলম শিবলু (৩৪) ও গৌতম সাহা (৩৮) বলে যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এছাড়া একই তারিখ র্যাব- ১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন জশুরগাঁও বাইপাস এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা মোঃ রিফাত মোল্লা (১৯), মোঃ সুজন শেখ (২০) ও তানভির আহম্মেদ তন্ময় (২১)। এসময় তাদের নিকট থেকে ২টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ- ৬০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ ওয়ারী ও শ্রীনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইন ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।