নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় র্যাবের অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার। গতকাল শুক্রবার (২৯ জানুয়ারি) প্রায় ৮টার দিকে সিপিসি-৩, র্যাব- ১০ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃতে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন আলীনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ৮ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে তারু মিয়া (৪০), আতাউর রহমান (৩৮) দুলাল (৩৯), ইয়াসীন (২৭), শাহআলম (৩৫), তায়েব আলী (৩৯), মিলন (৪৫) ও বিল্লাল হোসেন (২৫) ।
এসময় তাদের নিকট থেকে ৪টি মোবাইল ফোন, জুয়া খেলার হিসাব সংরক্ষনের কাজে ব্যবহৃত খাতা ১টি, খোলা অবস্থায় ১০৭ পিস কার্ড (তাস) এবং নগদ ৫৮২০/- টাকা উদ্ধার করা হয়।
জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।